বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপাধারী দল স্বাধীনতা ক্রীড়া সংঘের সহকারী কোচ আজিজুর রহমান সোহাগ (৩৮) আর নেই।রোববার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সোহাগের অকালে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। স্বাধীনতা সংঘের সাধারণ সম্পাদক টুলু বলেন, ‘সে কিছু দিন ধরে সেনাবাহিনীর ফুটবল দলকে অনুশীলন করাচ্ছিল। তার পরিবারের মাধ্যমে শুনলাম। সে (রোববার) অনুশীলন করিয়েছে। অনুশীলন থেকে বাসায় ফিরে বলছিল খারাপ লাগছে। বেশি খারাপ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ সোহাগ কোচিংয়ে আসার আগে ঘরোয়া ফুটবলে আরামবাগ, ভিক্টোরিয়া, ফকিরাপুল ইয়ংমেন্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সিনিয়র জাতীয় দলে না খেললেও অনূর্ধ্ব-১৬ ও ১৯ দলে ছিলেন। সোহাগের আকস্মিক মৃত্যুতে বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক জানিয়েছে। জানাজা শেষে কালই নিজ জেলা নোয়াখালীতে চিরশায়িত হয়েছেন।