১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকতার সংস্কার হওয়া উচিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে কর্মরত সাংবাদিকদের নিয়ে গণ-অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা, সংস্কার ও সম্ভাবনায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’।

দৃকের রিসার্চ অ্যান্ড মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সামিয়া রহমান প্রিমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিকূল পরিবেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন সাংবাদিকরা।

সাংবাদিকরা বলেন, দেশে প্রকৃত অর্থেই জনস্বার্থে সাংবাদিকতার সংকট রয়েছে এবং এ থেকে উত্তরণের লক্ষ্যে সংস্কার জরুরি। তারা মনে করেন, দেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং এই আমলেই সাংবাদিকতার সংস্কার হওয়া উচিত।

জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, সাংবাদিকদের সামাজিক, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংবাদমাধ্যম যদি মালিকপক্ষের মুনাফা অর্জনের হাতিয়ার হয়ে থাকে তাহলে সাংবাদিকতায় সংস্কার সম্ভব নয় বলেও জানান তিনি। একইসঙ্গে নতুন গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনকে সারা দেশের সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে তৃণমূল থেকে সংবাদমাধ্যমে সংস্কারের তাগিদ জানিয়েছেন সাংবাদিক সুশান্ত ঘোষ।

বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, ঢাকার বাইরে মফস্বলের সাংবাদিকতা এখনো পেশাগত স্বীকৃতি অর্জন করতে পারেনি। সাংবাদিকতার মর্যাদা ও অর্থনৈতিক সচ্ছলতা তৈরি না হলে প্রকৃত অর্থে সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

এই পরিস্থিতিতে গণমানুষের আস্থা অর্জনের লক্ষ্যে লেজুড়বৃত্তি ছেড়ে আদর্শ ও নৈতিকতার মানদণ্ডে সাংবাদিকতার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান বরিশালের সাংবাদিকদের। একইসঙ্গে গণ-অভ্যুত্থানের চার মাস পরেও সাংবাদিকতা সংস্কারে উদ্যোগ নেই জানিয়ে ক্ষোভ ও আক্ষেপ জানান তারা।

আলোচনায় আরও বক্তব্য দেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী খান জসিম, বর্তমান সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাংবাদিক সাইফুর রহমান মিরন, মঈনুল ইসলাম সবুজ, শাওন খান, পারভেজ রাসেল, মুশফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান, তন্ময় তপু, জিয়াউল করিম মিনার, মাহফুজ নুসরাত মোনা, মনিকা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ