নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহাস্পতিবার রাতে উপজেলার শিংহেরকাঠি গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মো: শাহিন হোসেন বলেন অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাকে একবার সুযোগ দিন।
করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার ও সবার কাছে পুরোনো একটি মুখ মোঃ শাহিন হোসেন।
অথিত জীবন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।
দোয়া চেয়ে শুরু হয়েছে এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ।
এলাকাবাসীরা বলেন, তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।