২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই— চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিন হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহাস্পতিবার রাতে উপজেলার শিংহেরকাঠি গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মো: শাহিন হোসেন বলেন অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাকে একবার সুযোগ দিন।

করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকার ভোটারদের কাছে এবার ও সবার কাছে পুরোনো একটি মুখ মোঃ শাহিন হোসেন।
অথিত জীবন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতির সাথে জড়িত থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।
দোয়া চেয়ে শুরু হয়েছে এই চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ। এলাকায় এলাকায় দৌড়ঝাঁপ।
এলাকাবাসীরা বলেন, তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তারমতো মিষ্টভাষী, সৎ ও ন্যায় পরায়ণ একজন ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ