১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আগুনে নিঃস্ব ব্যবসায়ীদের ইফতার করাবেন সাকিব

স্পোর্টস ডেস্ক।।
আজ ভোরের দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী। তাদের এমন খারাপ সময়ে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন। এই সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি ফেইসবুকে লিখেছেন, ‘আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যেই জানেন যে, বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে সেখানকার প্রত্যেক ব্যবসায়ী তাদের উপার্জনের সবকিছু হারিয়েছে। এটা তাদের জন্য খুবই কঠিন সময়, বিশেষ করে এই রমজানে। ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। যা দেখা-শুনা করবে মাস্তুল ফাউন্ডেশন।’

আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ