২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় গাছের সাথে এ কেমন শত্রুতা !

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় শত্রুতা করে কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের লাগানো কয়েকটি বড় বড় চাম্বল গাছ একই এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে শহিদুল ইসলাম জয় শত্রুতা করে গাছ গুলো কেটে ফেলে। স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম জয়ের বাড়ি যাওয়ার জন্য ইটের সলিং দেয়া রাস্তা রয়েছে। কিন্তু রাস্তার পাশের জমি ইউসুফ আলী হাওলাদারের এবং তার জমিতে লাগানো কয়েকটি গাছ রয়েছে। শহিদুল ওই পাকা রাস্তা থাকা সত্বেও ইউসুফ আলী হাওলাদারের গাছ কেটে রাস্তা চলাচলের পথ বের করেছে। এব্যাপারে ইউসুফ আলী হাওলাদার জানান, গাছ কাটতে বাঁধা দেয়া সত্বেও শহিদুল তাকে অকথ্য ভাষায় গালাগালি ও লাঞ্চিত করে। এব্যাপারে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ