২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় ট্রাকের সঙ্গে সং*ঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নি*হ*ত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রথবাড়ী পাকুরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক গৌরনদী উপজেলার শাওরা এলাকার আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) এবং যাত্রী উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত সেকেলউদ্দিনের ছেলে নূর হোসেন কাজী (৬০)। নূর হোসেন পোলট্রি খামারী ছিলেন।

ঘটনাস্থলে থাকা এসআই শফিকুল ইসলাম সরকার বলেন, গৌরনদী থেকে একদিন বয়সী মুরগীর বাচ্চা নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন নূর হোসেন। আর আগৈলঝাড়ার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর দিকে যাচ্ছিল। যান দুইটি রথখোলা পাকুরিয়ার পাড় এলাকায় পৌঁছুলে মুখোমুখি সংঘর্ষে হয়ে উভয়েই রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

আগৈলঝাড়া থানার ওসি আলম চাঁদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ