শামীম আহমেদ :: বরিশালের আগৈলঝাড়ায় জামাত বিএনপি’র সরকার বিরোধী আন্দোলনে বিআরটিসি বাস পোড়ানো মামলার পলাতক আসামী যুবদল নেতা মামুন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মামুনকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।
তিনি বলেন, সরকার বিরোধী জামাত-বিএনপির দেশব্যাপি হরতাল-আবরোধের সময় ২০১৪ সালে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনে পার্কিং করা বিআরটিসি বাস গাড়িতে পেট্রোল দিয়ে আগুনে আগুনে পোড়ানো হয়। গাড়ি পোড়ার ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে, (যার জিআর নং-১৪/২০)।
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে মামুন সরদারকে বুধবার রাতে নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে এসআই রাসেল গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মামুন উপজেলা যুবদলের একাংশের আহবায়ক সদস্য। সে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করে।