১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ মাদকসম্রাট সেন্টু গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন(তালতা)গ্রামের মৃত.হারুন সরদারের ছেলে সেন্টু সরদারকে নিজ বাড়ি থেকে ১কেজি ৬শত গ্রাম গাঁজাসহ শনিবার রাতে এসআই সুশান্ত কুমার গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৯(১৮-৭-২০২০)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেন্টু সরদারকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার সাংবাদিকদের জানান, গাঁজা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ সেন্টু সরদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দায়েরের পর বরিশাল প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ