২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নানা কর্মসূচি ঝালকাঠির ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, কারাগারে চালক পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২ বরিশালে রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে উত্তাপ মঠবাড়িয়ার অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব : অপহরণকারী যুবক গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আমতলীতে ১৩৮টি প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ পায়রা নদীর ভাঙ্গন থেকে আমতলীকে রক্ষায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন কলাপাড়ায় জেলেদের চাল নিয়ে ইউপি মেম্বারদের চালবাজি স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ বাকেরগঞ্জে ট্রাফিক পুলিশকে ঘুস দিতে গিয়ে বিপাকে অটোচালক, ভিডিও ভাইরাল

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের উদ্যোগে পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা ও বিভাগীয় ছোটমনি নিবাস বেবীহোমে আশ্রিত এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর দোয়া মিলাদে সাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তি জীবনে তিনি স্বামী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, একমাত্র মেয়ে কান্তা, বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এফবিসিআইসি’র অন্যতম পরিচালক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অন্যতম নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ২০২০ সালের ৭জুন কিংবদন্তি মহিয়ষী নারী সাহান আরা আব্দুল্লাহরাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ মো: ইমরান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ