আগৈলঝাড়া প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের উদ্যোগে পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা ও বিভাগীয় ছোটমনি নিবাস বেবীহোমে আশ্রিত এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর দোয়া মিলাদে সাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তি জীবনে তিনি স্বামী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, একমাত্র মেয়ে কান্তা, বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এফবিসিআইসি’র অন্যতম পরিচালক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অন্যতম নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ২০২০ সালের ৭জুন কিংবদন্তি মহিয়ষী নারী সাহান আরা আব্দুল্লাহরাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ মো: ইমরান।
