৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র‌্যালী স্থগিত রখে উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটনের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ সাবেক সাধারন সম্পাদক জসীম সরদারসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনসভা শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ