২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মতলেব ফকির তার স্ত্রী পারুল বেগমকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে চিকিৎকের কাছে গৌরনদী যান। এ সময় তার মেয়ে তাছলিমা বাড়িতে একা ছিল। বিকেলে ওই দম্পত্তি বাড়ি ফিরে তাদের মেয়ে তাছলিমাকে (১৩) বসত ঘরের বারান্দার রুয়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে লোকজন এগিয়ে আসে।

তাছলিমা শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাছলিমার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ