আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্কুল পড়–য়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল একই এলাকার জইনদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির। যৌন হয়রানির কারনে ওই স্কুল ছাত্রীর লেখা-পড়া বন্ধের পথে। ইমরানকে যৌন হয়রানি থেকে বিরত থাকার জন্য তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এতে তার যৌন হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। এঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা শিউলী বেগম বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন, যার নং-১৫(২৭-৮-২০২০)। তার পরই এসআই শাহাবুদ্দিন বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
