২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় হামলা সংঘর্ষে মহিলাসহ আহত ৭জন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ৭জন। গুরুতর আহত ৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের মুফতি শামসুল হক বাহাদুরের বাড়ির জায়গায় একই এলাকার সুলতান বাহাদুর ও আবুল কালাম বাহাদুর জোর পূর্বক ঘর উত্তোলন করতে যায়। এসময় মুফতি শামসুল হক, তার মা সালেহা বেগম বাঁধা দিলে সুলতান বাহাদুর ও আবুল কালাম বাহাদুর এর নেতৃত্বে হামলা করে মুফতি শামসুল হক, তার মা সালেহা বেগম, বোন বিলকিছ বেগম ও প্রতিপক্ষের সুলতান বাহাদুর, আবুল কালাম বাহাদুরসহ আহত হয়েছে ৭জন। এসময় সুলতান বাহাদুর সালেহা বগমের শ্লীলতাহানী করে এবং তার সাথে থাকা স্বর্নের চেইন ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। এদের মধ্যে উভয় পক্ষের ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে মুফতি শামসুল হকের মা সালেহা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। এ ব্যপারে আাগৈলঝাড়া থানার কর্তব্যরত এসআই মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ