আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ২শত ২২ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম জানান, সোমবার ২৩ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল ল্যাবে র্যাপিড ষ্টেটের মাধ্যমে ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ৭ জন এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৮ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ২ জনেরসহ মোট ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ৯ জন ব্যক্তি সবাই নিজ নিজ বাড়িতে আইস্যুলেশনে রয়েছেন। আক্রান্তরা সবাই জ¦র, কাশি ও গলা ব্যাথা নিয়ে করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।
তিনি আরও জানান, বিগত দিন গুলোর চেয়ে বর্তমানে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় পজেটিভ রোগীর সংখ্যা বাড়ছে। এর থেকে পরিত্রান পেতে গেলে অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।
