এম সাইফুল: বরিশাল বাণী’র বিশেষ প্রতিবেদক, দৈনিক আজকের বরিশালের সিনিয়র রিপোর্টার একে রিয়াজ এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। একে রিয়াজ নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।
সাংবাদিক রিয়াজ বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন ।
এছাড়া বরিশালে সাংবাদিক রিয়াজ একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি নগরীর চক বাজারে গার্মেন্টস দোকানের ব্যবসা করতেন। জাহানারা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা ছিলেন তিনি।
আজ (সোমবার) মাগরিব বাদ তার রূহের মাগফিরাতে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সদর রোডস্থ দৈনিক আজকের বরিশাল কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হবে। সকলকে অংশগ্রহণে অনুরোধ জানানো হয়েছে।