মুহাম্মাদ আবু মুসা : বিশ্বব্যাপি দশম বারের মতো পালন হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে বা আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী ও মাহির-আফসানা-তাফিফ-আফিফা মেডিটেশন ফাউন্ডেশন (এমএটিএএমএফ) এর উদ্যোগে বগুড়ায় সকাল ৬টায় হোটেল মম ইন কনভেনশন হলে যোগ ব্যয়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় হাই-কমিশনের সহকারী হাই-কমিশনার শ্রী মনোজ কুমার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা এবং এমএটিএএমএফ এর চেয়ারম্যান আয়শা বেগম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান, টিএমএসএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আগত আতিথিগণ। উক্ত অনুষ্ঠানে ২০০ জনের বেশি অতিথিবৃন্দ যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র ইয়োগা ইন্সট্রাক্টর সঞ্জয় কুমারের পরিচালনায় যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাফিস ফারুক, কো-পরিচালক, কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া, ইয়োগা ইন্সট্রাক্টর ফারুক হোসেন, গোলাম দস্তগীর সরকার, মায়িশা ফাহমিদা, আতিয়া কানিজ ইলা প্রমূখ।
