১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও বিজ্ঞাপনে নোভা-আমান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বিনোদন প্রতিবেদকঃ ছোটপর্দার প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। রূপ-সৌন্দর্যে খুব স্বল্পসময়ের মধ্যেই শোবিজ অঙ্গনে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। আর বড় পর্দার অভিনেতা আমান রেজা। পরিশীলিত অভিনয়ের জন্য আমান রেজা নন্দিত। বিজ্ঞাপনেও এই তারকা বেশ পরিচিত। ১৩ বছর আগে প্রদীপ ভট্টাচার্য্যের লুক এড মি নামের একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার এক সাথে দুজনে কাজ করেন। দীর্ঘ বিরতি ভেঙে ১৩ বছর পর ফের একসাথে টোস্টার প্রোডাকশনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তারা। অভিনেত্রী নোভার প্রযোজনায় রনি ভৌমিক এর পরিচালনায় নেরোলাক পেইন্ট বিজ্ঞাপনে দেখা যাবে তাদের।

নোভা ফিরোজ বলেন, ‘নাটকে অভিনয়ের পাশাপাশি অনেক আগ থেকে বিজ্ঞাপনেও কাজ করে যাচ্ছি। তবে বিজ্ঞাপনে তুলনামূলক কম কাজ করা হয়। গল্প পছন্দ হওয়ায় এ নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। তাছাড়া চাকরি নিয়ে ব্যস্ততার কারণে সে ভাবে সময়ও মিলছে না। তবে ভালো গল্প পেলে সব সময় দেখা যাবে।’

আমান রেজা বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে। এখন পর্যন্ত অনেকগুলো বিজ্ঞাপন করেছি। এটি আমার ৪৫তম বিজ্ঞাপন। বিজ্ঞাপন বড় একটি চ্যালেঞ্জের মাধ্যম। খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের ঠিকঠাক ম্যাসেজটা দিতে হয়। আমার চেষ্টা ছিল, শতভাগ পরিশ্রম দিয়ে কাজটি করেছি। এই বিজ্ঞাপনটিও দর্শকদের ভালো লাগবে আশা করি।’

সর্বশেষ