৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারো বরিশাল কারাগারে বন্দীদের সাথে সাক্ষাৎ বন্ধ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: কয়েকদিনের ব্যবধানে অশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। করোনা প্রভাবে আবারো অনির্দিষ্টকালের জন্য বরিশাল কেন্দ্রিয় কারাগারের বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার শাহ আলম। তিনি বলেন, দেশে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক বরিশাল কেন্দ্রীয় কারাগারে থাকা হাজতী ও কয়েদির স্বজনদের স্বাক্ষাৎ বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দেখা করার সুযোগ থাকবে।

 

তিনি আরও বলেন, কারা অধিদফতর থেকে আদেশের কপি শনিবার বরিশালে পৌঁছেছে এবং আজ রবিবার থেকেই তা কার্যকর করা হয়েছে। এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

 

তবে আগের মতই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।’

সর্বশেষ