বরিশাল বাণী: নগরীর দক্ষিণ পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল ‘রোজ হ্যাভেন’ থেকে রবিবার দুপুরে হৃদয় মৃধা (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। হৃদয় মৃধা উজিরপুর উপজেলার কেশবকাঠী গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে। কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আরাফাত রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রুমের গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
