১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আমতলীতে অসামাজিক কাজে বাধা দেয়ায় আপন ভাগ্নির হাতে মামা লাঞ্ছিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে আপন ভাগ্নির অসামাজিক কাজের প্রতিবাদ করায় ভাগ্নি রুবিনা বেগমের হাতে লাঞ্ছিত হয়েছেন মামা বাবুল হাওলাদার। এ ঘটনায় রুবিনা ও তার স্বামী মো: ফকু সিকদারসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন উল্লেখ করে আমতলী থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন লাঞ্ছনার স্বীকার বাবুল হাওলাদার।

কলাপাড়া পৌরসভার মো: ফকু সিকদারের স্ত্রী রুবিনা বেগম (৩৮)

লিখিত অভিযোগ থেকে জানা যায় , আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের বাসায় পর-পুরুষ নিয়ে তার ভাগ্নি রুবিনা বেগম আসে । বাবুল হাওলাদার প্রতিবাদ করে তার বাসা থেকে তার ভাগ্নিকে বের করে দেয়। এ বিষয়ে তার ভাগ্নি জামাই ,রুবিনার স্বামী মো: ফকু হাওলাদারকে জানায় , এতে ক্ষিপ্ত হয়ে রুবিনা পরিকল্পিত ভাবে বুধবার বিকেলে আমতলী উপজেলার বান্দ্রা বাজারে বাবুল হাওলাদারের বন্ধন নামক ঋনদান সমবায় সমিতি কার্যালয়ে কমান্ডো কায়দায় পাঁচ থেকে সাতটি মোটর সাইকেলে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে রুবিনা তার পায়ের জুতা দিয়ে বাবুল হাওলাদারকে এলোপাথারী পিটাতে থাকে। রুবিনার সাথে আসা এক নারি জুতা পেটার দৃশ্য ভিডও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এ ব্যাপারে রুবিনার কাছে জানতে চাইলে তিনি বলেন- অমার সম্পর্কে আমার মামা বিভিন্ন যায়গায় বাজে মন্তব্য করায় আমি মামাকে গালাগাল করেছি তবে জুতা পিটা করি নাই।

রুবিনার ভাই ইউসুব হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন- আমার মামার সাথে আমার বোন রুবিনা একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমরা পারিবারিক ভাবে বসে এর সমাধান করবো।

এ বিষয়ে আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার জানান- অভিযোগ পেয়েছি এবং এসআই দাউদ উদ্দিনকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ