২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আমতলীতে উপজেলা ছাত্রলীগের মানববন্ধন

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মতিন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার কটুক্তি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে আমতলী উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় আমতলী উপজেলা পরিষদ সড়কে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. পারভেজ খান, ছাত্রলীগ নেতা জিএম মুরাদ, মো.শাকিল, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামীম হাসান প্রিতম মল্লিক, মো. আসলাম, কুকুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা এম এ সাকুর, মো. বশির, আঠারগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান হাসিব, আব্দুল্লাহ আল মুনিম, গুলিশাখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. রেজা, মো. সাইদুল, চাওড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. রাহাত ও আরপাঙ্গাশিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আল আমিন হোসাইন প্রমূখ।

মানববন্ধনে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, একটি মহল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মতিন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য বরগুনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে দাবী জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ