২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আমতলীতে কঠোর লকডাউনের ৫ম দিনে ১৩ ব্যক্তিকে ১১,৯০০ টাকা জরিমানা

 

হারুন অর রশিদ আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা ব্যাপী কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৫ জুলাই) লকডাউনের ৫ম দিনে সকাল থেকেই উপজেলার সর্বত্র জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

উপজেলায় কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে নৌবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আমতলী পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করায় ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ ব্যক্তিকে মোট ১১, ৯০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এ প্রসঙ্গে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং জনপ্রতিনিধিবৃন্দ একযোগে মাঠে কাজ করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ