।
হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সারাদেশ ব্যাপী চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বরগুনার আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে ২২৫ গ্রাম গাজাসহ চিহ্নিত মাদক কারবারী মোঃ রুবেল চৌকিদার (২০) গ্রেফতার করছে আমতলী থানা পুলিশ। আজ (রবিবার) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের আমতলী- তালতলী সড়কের উপর মোজাফফর চৌকিদারের বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করার সময় চিহ্নিত কারবারী রুবেল চৌকিদারকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে থানায় নিয়ে আসা হয়। কারবারী রুবেল সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জলিল চৌকিদারের পুত্র। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।
আটক কারবারীর বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ২২৫ গ্রাম গাঁজাসহ এক কারবারীকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।