হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮২৬ জন জেলের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় হলদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। জনপ্রতি একেক জন জেলেকে ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহাবুবুল আলম, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, ইউপিসদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, হলদিয়া ইউনিয়নের ৮’শ ২৬ জন জেলের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।