১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকতার সংস্কার হওয়া উচিত ভোলায় বিএনপির নেতাকর্মীদের ত্রিমুখী সং*ঘর্ষে ওসিসহ আ*হ*ত অর্ধশত বরগুনায় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সেতু না থাকায় দুর্ভোগে পটুয়াখালীর তিন উপজেলার মানুষ বরিশালে টাকা আনতে গিয়ে ব্যাংক কর্মকর্তাদের মা*র*ধ*রের শিকার ব্যবসায়ী অবৈধ ভারতীয়দের স্বদেশে ফেরত পাঠানোর আহ্বান গয়েশ্বরের সরকার পতনের হাওয়া লেগেছে সিরিয়ার ফুটবলে বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা সকল শহীদ পরিবারের সামনে শেখ হাসিনার ফাঁ*সি হবে : মাসুদ সাঈদী

আমতলীতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় একটি মেয়ে নবজাতককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা । কিন্তু নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসাপাতালে প্রেরন করা হয়েছে বলে আমতলী হাসপাতাল সূত্রে জানা যায়।
জানাগেছে , আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর জামে মসজিদের পশ্চিম পাশে মো. নাসির উদ্দিন আড়ৎদারের বাসার পার্শবর্তী মো. নেছার উদ্দিন (২৮) শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে মসজিদে যাওয়ার সময় নাসির উদ্দিন আড়ৎদারের বাসার সামনে কান্না শুনতে পায়। তখন দরজার সামনের বসার বেঞ্চের নিচে একটি নবজাতক কান্না করতেছে দেখতে পায় । তখন নেছার উদ্দিন বাসার আশপাশের লোকজনেদের ডেকে আনে । স্থানীয়রা ও আমতলী হাসপাতালের সামনের জামাই হোটেলের মালিক ইমরান গাজীর স্ত্রী হনুফা বেগম মেয়ে নবজাতকটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মিজানুর রহমান বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু শারিরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আমতলী থানার এসআই মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। নবজাতকটি গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় আবুল বাশার, ও হনুফা বেগম পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেছেন।
আমতলী থনার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার হাওলাদার মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ