।
হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌর শহরের নতুন বাজারে পৌর মাছ বাজার উদ্ভোদন করেন বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।এ সময় তিনি বাজার সংলগ্ন মসজিদেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আজ সোমবার বিকাল চার টার সময়ে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে পৌর মাছ বাজারের শুভ উদ্ভোদন করেন বরগুনার জেলা প্রশাসক।
এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,সহ সভাপতি ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম শামসুদ্দিন শানু,মাছ বাজার সমবায় সমিতির সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আঃ জব্বার ঘরামী,অর্থ বিষয়ক সম্পাদক বাবু রনজিত কুমার শীল, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আহরুজজ্জামান আলমাস খান সহ পৌর সভার কাউন্সিলর, সাংবাদিক,শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।