২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’গ্রপের সং*ঘ*র্ষ, আ*হ*ত ১০

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা হয়েছে। এই ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলী নতুন বাজার বাধঘাট এলাকায় এই ঘটনা ঘটে। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে গাড়ি ভাংচুর করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গেছে, ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী ইউনিক পরিবহনের কাউন্টার দখল নিয়ে ঘটনার সূত্রপাত হয়। আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল হকের নামে আমতলী ইউনিক পরিবহন কাউন্টারটি পুনরায় দখল নেয়ার জন্য বিএনপির একাংশ নেতাকর্মীরা গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে বাধঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে এতে ১০ জন আহত হয়।

হামলায় আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকির গুরতর আহত হয়। এছাড়া জালাল ফকির সমর্থিত মিজান, আল আমিন এবং আলী আহত হয়েছে। অপরদিকে তুহিন মৃধা গ্রুপের শামসুল হক চৌকিদার, বেলাল চৌকিদার, নাসির হাওলাদার, রেজাউল ও আল-আমীন আহত হয়। আহতদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তারিকুল ইসলাম মাসুদ বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

সর্বশেষ