হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে বৈদ্যুতিক বাতির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রীতিলতা নামের দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।
জানাগেছে, আজ (শুক্রবার) সকাল ৭ টার দিকে উপজেলার পাতাকাটা গ্রামের বিপ্লব রায়ের স্ত্রী প্রীতিলতা তাদের বাড়ীতে বসে মাল্টিপ্লাগ থেকে বৈদ্যুতিক বাতির সংযোগ দেয়ার সময় অসাবধানতা বশতঃ ওই মাল্টিপ্লাগ থেকে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের চিকিৎসক মোসাঃ মার্জিয়া আক্তার বলেন, হাসপাতালে আনার পূর্বেই প্রীতিলতা মারা গেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।