৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আমতলীতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানায় এ্যাসিল্যান্ডের মোবাইল কোর্ট

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে মুখে মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাফেরার অপরাধে বরগুনার আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের সরকারী একে স্কুল চৌরাস্তা ও নতুন বাজার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মুখে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জন পথচারীকে ১৬৫০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় জনগনকে মুখে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়। এসময় পথচারী জনগনের মাঝে ১০০টি মাস্ক বিতরণ করা হয়।

বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না বলেন, মুখে মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ৬ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। জনসাধারনকে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে আমরা কাজ করছি। সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ