হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী- তালতলী সড়কের কচুপাত্রা বাজারের কাছাকাছি তুলাতলা নাম স্থানে ট্রলি (ট্রাক) গাড়ী থেকে পড়ে শামীম প্যাদা (১৯) নামে এক টিউবয়েল শ্রমিকরে মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে আমতলী পৌরসভার ছুড়িকাটা থেকে টিউবয়েল বসিয়ে একটি ট্রলি (ট্রাক) গাড়ী যোগে মালামালসহ শ্রমিকরা তালতলীর উদ্দেশ্যে যেতে ছিল। পথিমধ্যে বিকেল ৫টার দিকে আমতলী- তালতলী সড়কের কচুপাত্রা বাজারের কাছাকাছি তুলাতলা নামক স্থানে পৌছলে হঠাৎ ট্রলি গাড়ী থেকে অসাবধানতা বশত পড়ে আহত হয়। এ সময় আহত টিউবয়েল শ্রমিক শামীমকে অন্য শ্রমিকরা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। নিহত টিউবয়েল শ্রমিক শামীম প্যাদা উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া গ্রামের দুলাল প্যাদার পুত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাতিয়া রাখি মাটি বলেন, হাসপাতালে পৌছার পূর্বেই শ্রমিক শামীমের মৃত্যু হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, দূর্ঘটনার কথা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।