৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলী উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিনজন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত আমতলী উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া,গোলাম সরোয়ার ফোরকান,আলতাফ হাওলাদার,এলমান উদ্দিন আহমেদ সুহাদ,অ্যাড. মোশাররফ হোসেন মোল্লা।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন শানু,মোয়াজ্জেম হোসেন খান,নাজমুল হাসান সোহাগ,অ্যাড. মঈন পহলান ও সৈয়দ নাজমুল হক।

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমতলী উপজেলা পরিষদের বর্তমান নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সাবেক নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোছনা ও জেসিকা তারতিলা জুথী।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন,তিন পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সর্বশেষ