হারুন অর রশিদ. আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলীতে রবিবার সকালে পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৯টি ওয়ার্ডে ৪৬২১টি পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়।
আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ। বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদে এবছর ১৭৪১০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর চাল বিতরন করা হয়।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা। এ ঈদ উপহারের চাল আমতলী পৌরসভার প্রতিটি নাগরিক যাতে পায় সেজন্য ঘরে ঘরে গিয়ে কর্মচারীবৃন্দ ও কাউন্সিলরগন ৪ হাজার ৬শ’ ২১টি পরিবারের মধ্যে বিতরনের স্লিপ পৌছে দিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এ বিশেষ উদ্যোগ রাষ্ট্রের সকল নাগরিকরা স্বাচ্ছন্দে ঈদ আনন্দ উপভোগ করছে।
