১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-কে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম তালুকদার ৮ নভেম্বর বিকেলে এক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, নবনির্বাচিতদের দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ও মানবাধিকার সুনিশ্চিত হবে বলে আমরা আশাকরি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবনির্বাচিতরা প্রশংসনীয় ভূমিকা পালনে সক্ষম হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের লোকজন যারা আমেরিকায় বসবাস করে তাদের অধিকার নবনির্বাচিতদের মাধ্যমে সুনিশ্চিত হবে বলে বিবৃতি দাতারা আশা করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ