৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

“আলবা চাউল কাইররা” : —মোহাম্মদ এমরান

“আলবা চাউল কাইররা”
—মোহাম্মদ এমরান

ও কাক্কু ও দুদু
ওম্মে গেল্লেন কৈ?
খাইবেন নাকি খৈ ভাজা
ঘোলে মিশাইয়া দৈ?
ঝুনা নাহৈল কোড়াইয়া
দিমু লগে ঘি দিয়া,
চৈ পিডা বানাইয়া দিমু
খাজুর রসের মিডা দিয়া।
বেহাইন্না বেলা শীতের কালে
চা খাইতে উঁড়ুম দিয়া,
খান্ডা শিন্নির মৌয়ের ঠেলায়
পোলাহাইন পরে উহি দিয়া।
ঢেঁহি ঘরে ঠাকুর ঠুকুর
বাড়া বান্দে সকাল দুহুর,
বাগে ডাহুক ধরতে গিয়া
গাইল হোনলো দাদায় হুপুর।
অালবা চাউল কাইররা
কুলায় খালায় ঝাইররা,
ছাইন্না দুহি পিডা অাইজগো
বানাইবো হারা রাইত ভইররা।

রচনাকালঃ ২৯/০১/২০২১।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ