আলোর পাল
-সুনিল বরন হালদার।
মার্চ মাসে যুদ্ধ শুরু
বিজয় এলো ডিসেম্বরে
বিদেশে ছিলো কোটি শরনার্থী
ফিরলো তারা ঘরে।
খাদ্য নেই ঘর নেই
নেই পুল রাস্তা
আইন নেই শৃংখলা নেই
অর্থনীতির চরম দুরাবস্থা।
শেখ মুজিব দেশে ফিরে
ধরলো দেশের হাল
কঠিন দিন পাড় করে
উড়লো আলোর পাল।
লুকানো শত্রু ইদুর হয়ে
কাটছে ঘরের বাঁধন
নীরব ঘাতক হঠাৎ একদিন
করলো মুজিব নিধন।
—————–
সুনিল বরন হালদার।
খান মঞ্জিল
মল্লিক রোড, বরিশাল