বরিশালে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত ৩২টি লোহার এঙ্গেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর হাটখোলা লোহাপট্টি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরিতে এঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছিল।
ঘরের উপকারভোগীরা বিক্রির জন্য নিজেরাই ঘরের এঙ্গেল খুলেন। নগরীর হাটখোলায় লোহাপট্টিতে রিয়াজের দোকানে বিক্রির জন্য নিয়ে আসলে অভিযান চালিয়ে ৩২ পিস এঙ্গেল জব্দ করা হয়। প্রতিটি এঙ্গেলের ওজন ২৬ কেজি করে।
এ ঘটনায় এঙ্গেল বিক্রি করতে আসা মো. ছানাউল্লাহ এবং দোকানদার মো. রিয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুন্নবী বলেন, এ ঘটনায় তদন্তকমিটি গঠন করা হয়েছে। আর পুলিশকে মামলা করতে বলা হয়েছে