৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

ইউটিউব চ্যানেলে রোজের সিনেমা ‘বড্ড ভালোবাসি’

বিনোদন ডেস্কঃ

গত বছর ২০২২ সালের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় এস রোজ ফিল্ম প্রযোজিত জুয়েল ফারসি পরিচালিত ‘বড্ড ভালোবাসি’ সিনেমা। যদিও সিনেমাটি ভালো একটি শুভক্ষণে মুক্তি পেয়েছিলো তবে এই ছবিটি আলোর মুখ দেখেনি কেননা যখন সিনেমাটি মুক্তি পায় তখন মাত্র ৩/৪ টি সিনেমা হল পেয়েছিলো। তারমধ্যে একটি যমুনা ফিউচার পার্ক (ব্লকবাস্টার) ।

বাকীগুলো ঢাকার বাহিরে বিভিন্ন স্থানে মুক্তি পায়। তারপরে এই ছবির প্রযোজক বিভিন্ন গণমাধ্যমের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি যেভাবেই হোক আমার এই ‘বড্ড ভালোবাসি’ ছবিটি ১০০ সিনেমা হলে চালাবো। কিন্তু সিনেমার পাড়ার কিছু মানুষের পলিটিক্সের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তাইতো পরবর্তীতে কোন হলে মুক্তি দিতে পারেনি।

তারপর চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর সর্বশেষ ‘Sultana Rose Film’ ইউটিউব চ্যানেলে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন এই ছবির প্রযোজক নিজেই।

সুলতানা রোজ (নিপা) তিনি এ ছবিতে প্রযোজকের পাশাপাশি চিত্রনায়িকা হিসাবে অভিনয় করেন।

এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক অমিতাভ ভট্টাচার্য, (কলকাতা) শান্ত খান, (বাংলাদেশ) চিত্রনায়িকা সুলতানা রোজ নিপা, সুব্রত, নানা শাহ্, বিশ্বজিৎ চক্রবর্তীসহ আরো অনেকে।

এ আল মামুন/বরিশাল বাণী

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ