১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ইন্দুরকানীতে সুইসাইড নোট লিখে কলেজছাত্রের আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুইসাইড নোট লিখে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মো. হাফিজুল ইসলাম হাওলাদার (২৫) নামের কলেজছাত্রের লাশ সোমবার (০৫ এপ্রিল) দুপুরে নিজ ঘরে থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সরকারি কলেজের ডিগ্রির ছাত্র ও শেখ ফজলুল হক মনি ব্রিজের টোল আদায়ের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুলকে তার পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণ করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। কলেজছাত্র গত ২ মাস আগে বিয়ে করেছেন।

পুলিশ আরও জানায়- কলেজছাত্রের ঘরে পাওয়া সুইসাইড প্যাডে লিখেছেন, ‘বিদায় পৃথিবী। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমাকে মাফ করে দিয়েন। দয়া করে আমার লাশটা ময়নাতদন্ত করবেন না। বাবা-মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, বিনিময়ে কিছুই দিতে পারিনি। আমার এমন পরিণতি হবে কখনো ভাবিনি। আপনারা আমার চাওয়া কখনো অপূরণ রাখেননি। যা চাইছি দিছেন, কখনো কৈফিয়ত চাননি। এরপরও আমার এমন পরিণতি হলো কেন? বাবা-মা আমাকে মাফ করে দিয়েন। বোনরা আমার সবাই ভালো থেকো, যদি পারো আমার জন্য দোয়া করো। বড় ভাইয়া আমাদের পরিবারটাকে নিজের মতো দেখে রাইখেন আর ছুরু বড় হলে নিজের বোনের মতো বিবাহ দিয়েন। লামু সোনা পাখি, আমার জন্য অনেক কষ্ট করেছো। তোমার জন্য কিছুই করতে পারি নি। আমাকে ক্ষমা করে দিও।’

তিনি তার মা-বাবর উদ্দেশে আরও লিখেন, ‘আব্বা আমার গাড়িটা বিক্রি করে আমার কাছে পাওনা ৮১ হাজার টাকা (চার পাওনাদারের নাম ও পাওনা টাকা উল্লেখ করে) দিয়ে (পরিশোধ) দিবেন।’

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তার আত্মহত্যার খবর পেয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মা আমাকে জানিয়েছেন তার কাছে জ্বীনের আছর ছিল। চিকিৎসকের পরামর্শ মতে গত জানুয়ারি মাসে তাকে বিয়ে করানো হয়েছিল।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ