শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল-ইমরানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের ব্যানারে আনন্দ র্যালি বের করা হয়। বুধবার সকালে বাবুগঞ্জ কলেজগেট এলাকা থেকে র্যালিটি বের হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, ছাত্র নেতা আজিজুল হক, সহিদুল ইসলাম , আকিব হোসেন ইমরান, মামুন,রনি, রোহান সিকাদর, মোর্শেদ, বুলবুল, রানা, শাহীন হোসেন, হৃদয়, শাওন ,রিমন প্রমুখ।
