১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ইসরাত বৃষ্টি ও হৃদয় এর ‘এই বুকের মাঝে’

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নির্মিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘এই বুকের মাঝে’ শিরোনামে গানটির গীতিকার রুবেল মাহমুদ, সুর ও সঙ্গীত করেছেন এস কে প্রকাশ কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ্বাস ও রুবেল মাহমুদ।এতে মডেল হিসাবে কাজ করেছেন ইসরাত বৃষ্টি ও হৃদয়।মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জি স্বাধীন।

এ প্রসঙ্গে নির্মাতা জি স্বাধীন বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি বিক্রমপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

মডেল হৃদয় বলেন, পরিচালক জি স্বাধীন খুব ভালো কাজ করেন। ইসরাত বৃষ্টির সাথে কাজ করে ভালো লাগছে।অাশা করছি কাজটা ভালো হবে।

মডেল ইসরাত বৃষ্টি বলেন, পরিচালক জি স্বাধীন সাথে কাজ করেছি ভালো লাগছে।গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো ꫰ পরিচালক জি সস্বাধীন কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘এই বুকের মাঝে’ গানটি দর্শকরা ভালো ভাবে নিবে গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি ঈদে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ