১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন। বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালের ডাকাত সর্দার বাদল শরীফ ঢাকায় গ্রেফতার ঝালকঠিতে মেলা শেষে পরে আছে বিধ্বস্ত খেলার মাঠ বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন আলী আশ্রাফ বাউফলে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের... শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ : প্রাণিসম্পদ মন্ত্রী শোক সংবাদ সাংবাদিক বুলবুলের নানী সাহেরা খাতুনের ইন্তেকাল আমতলীতে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামীয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গত (১৯ মার্চ ) রবিবার সকালে মহাবিদ্যালয় প্রঙ্গনে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জের উন্নয়নের রুপকার অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ।
কলেজের অধ্যাপক প্রফেসর ড.এস আই এম কে এ রাজ্জাক এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হেলাল তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বগতবক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক ও আহ্বায়ক অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন- আগামীর ষ্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
আর এজন্য শারীরিক মানসিক সুস্থতা অর্জনে পড়ালেখার পাশাপাশি শরীর চর্চা-ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে ।
প্রযুক্তি নির্ভর শিক্ষায় সকলকেই আরো মনোযোগী হতে হবে ।
এসময় তিনি আরো বলেন- দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে চাইলে আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হলে সকলকে এখন থেকেই কাজ করার আহ্বান জানান । তিনি অত্র কলেজের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, কলেজ ছাত্র সংসদের নেতা শিহাব আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এস আই এমকে এ রাজ্জাক বলেন-বর্তমান সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়ন পাশাপাশি ইসলামীয়া কলেজের নবনির্মিত সৌন্দর্য বর্ধন বিশালাকার প্রধান গেট, শিক্ষাভবন ও নীচুখেলার মাঠ মাটি ভরাট করে সংস্কার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে এবারে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অত্র কলেজের চার শিক্ষার্থীকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না এমপি ফিতা কেটে কলেজ প্রঙ্গনে নবনির্মিত প্রধান গেটের শুভ উদ্বোধন করেন এবং সংস্কার কৃত খেলার মাঠ পরিদর্শন করেন।
অনুষ্ঠান অত্রকলেজের সকল বিভাগের প্রধান সহকারী প্রধান শিক্ষক,প্রভাষক,কর্মকর্তাসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থী ও স্হানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করাহয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ