মোঃ আসাদুজ্জামান রিপন (অতিথি প্রতিবেদক) ।।
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী_ পানবাড়িয়ার রাস্তাটি দীর্ঘ সময় ধরেই ভাঙ্গাচুরা এবং চলাচলের অনুপযোগী। বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে এলাকবাসী ও যান চালকরা। এলাকবাসী এর প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে একাধিকবার লিখিত ও মৌখিক আবেদন করেও সাড়া পায়নি। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাবাদ ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন তুহিন এর উদ্যোগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকর সহযোগি সংগঠনের এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা স্বেচ্ছাশ্রমে ।এই এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হয়েছে। গতকাল সকাল থেকে প্রায় শতাধিক লোকের স্বেচ্ছাশ্রমে এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
জানা যায়, সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের দীর্ঘ ৫কিলোমিটারের একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পরে। ওই রাস্তায় চলাচলকারী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। কয়েকদিন ধরে চলা বর্ষায় ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়লে তা সংস্কারের উদ্যোগ নেন তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাবাদ ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন তুহিন এর উদ্যোগে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকর সহযোগি সংগঠনের এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা স্বেচ্ছাশ্রমে।
তিনি প্রথমে তাঁদের সহযোগী সংগঠন নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। তাদের কাজ দেখে উৎসাহিত হয়ে নিজেদের রাস্তা নিজেরাই সংস্কারের জন্য এগিয়ে আসেন গ্রামবাসী। রামকাঠী খেয়াঘাট হতে রামকাঠী বাজার ভায়া উত্তার পানবাড়িয়া ও দখিন পানবাড়িয়া পর্যন্ত এটি সড়কে গিয়ে মিলিত হয়েছে। ওই এলাকার লোকজন এবং ছাত্র_ছাত্রীদের প্রতিদিন এই ভাঙ্গা রাস্তার পথ পারি দিয়ে যেতে হয়।
এলাকার কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে পড়েন চরম বিপাকে। স্কুল-কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরাও এতোদিন এই রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শায়েস্তাবাদ ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন তুহিন বলেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে কোন জনপ্রতিনিধি রাস্তাটির কোন উন্নয়ন কাজ করেনি । তাই আমি এই এলাকার সন্তান হিসেবে এটি আমার বিবেকে বাধে । তাই রাস্তাটিতে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে মেরামতের উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন
এই রাস্তাটি দিয়ে এখানকার দুই গ্রামের হাজার হাজার মানুষ নিত্যদিন চলাচল করে। তাদের দুর্ভোগ দেখে সম্পূর্ণ সমানবিক দিক বিবেচনা করে আমরা রাস্তাটি একটু সচল করেছি। এই রাস্তাটি জরুরী ভিত্তিতে পাকা করণ আবশ্যক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।