এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি চিত্রায়ণ হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘জাত কুলো মান’। ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী নোলক বাবু ও মিতা মল্লিকের চমৎকার ফোক গানটিতে মডেল হয়েছেন সোহেল খান ও পাপড়ি পুতুল। মিউজিক্যাল ফিল্মটি রূপ দিয়েছেন পরিচালক বিশাল আহমেদ ফরহাদ। গানটি লিখেছে এ সময়ের গীতিকবি নিহার আহমেদ। সঙ্গীত পরিচালনায় ছিলেন আলামিন খান। হিন্দু মুসলিমের প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে মিউজিক্যাল ফিল্মটি। যেখানে দেখানো হয়েছে প্রেম ভালোবাসা কখনো জাত কুলো মান বুঝে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে ভালোবাসা হয়। এটি প্রযোজনা করেছে তরুণ বাংলা টিভি। আসন্ন ঈদকে সামনে রেখে মিউজিক্যাল ফিল্মটি ইউটিউবে রিলিজ হবে এমনটাই জানিয়েছে নবাগত চিত্রনায়ক সোহেল খান।
সোহেল খান বলেন, ‘বাংলাদেশের দর্শকরা অনেকদিন পরে একটি ভালো মিউজিক্যাল ফিল্ম দেখতে পাবে। পরিচালক বিশাল আহমেদ ফরহাদ ভাই অক্লান্ত পরিশ্রম করে কাজটি করেছে। গানের কথাগুলো চমৎকার। আমার বিশ্বাস দর্শক মিউজিক্যাল ফিল্মটি পছন্দ করবেন।’