১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

ঈদে মুক্তি পাবে সেলিম খানের পরিচালনায় ‘বিদ্রোহী’

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বাংলা চলচ্চিত্রের কিং খান শাকিব খানের ‘বিদ্রোহী’।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজ আ্যাপে মুক্তি পাবে ৪ কোটি টাকা বাজেটের আলোচিত সিনেমা ‘বিদ্রোহী’।

শাপলা মিডিয়ার কর্ণধার ও পরিচালক সেলিম খান বলেছেন, ‘সিনেমা হল বন্ধ, সে কারণে ঈদে হলে বিগ বাজেটের সিনেমাটি চালাব কি না, এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের অ্যাপে সিনেমাটি মুক্তি পাবে, এটা নিশ্চিত।’

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। ঈদে অ্যাপে আসছে। কত টাকায় দর্শক দেখতে পাবেন, সেটা এখনও আমরা সিদ্ধান্ত নিইনি।’

‘বিদ্রোহী’ সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন । কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা।

২০১৮ সালের ২৬ জুন ঢাকা ওয়েস্টিনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর তিন নম্বর ফ্লোরে চিত্রগ্রহণ শুরু হয়। এরপর একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করলেও সিনেমাটি মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান।

জানা গেছে, সিনেবাজ অ্যাপে পবিত্র ঈদুল আজহায় বিনামূল্যে দেখা যাবে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি এ তথ্য নিশ্চিত
হেড অব প্রোডাকশন অপূর্ব রায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ