নাজমুল হক মুন্না :: ঢাকা-বরিশাল মহ সড়কের উজিরপুর বামরাইল বাসস্ট্যান্ডে শনিবার সন্ধায় অবৈধ টলির চাপায় মো হাদিউজ্জামান ছবি শরিফ ( 60)নামক এক জন নিহত হন,একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান টলি টির হেড লাইট নষ্ট ছিল,এবং খুব বেপরোয়া ভাবে এসে বৃধাকে চাপা দেয়,স্থানীয়রা আহত কে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন,নিহত বামরাইল মুড়াকাটি গ্রামের মৃত রজব আলী শরীফের ছেলে,স্থানীয়রা ঘাতক ট্রলি ও চালক গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াশুর গ্রামের মূত আব্দুল মালেক খলিফার ছেলে মো দুলাল খলিফাকে আটক করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করেন,উজিরপুর মডেল থানার এসআই মোঃ মাহবুব হোসেন আটকের সততা স্বীকার করেন।
