স্টাফ রিপোর্টার ::বরিশাল উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কৃষ্ণ কান্ত বাড়ই এর ব্যবহৃত পালসার মোটরসাইকেল টি গত বুধবার রাত আনুমানিক আট ঘটিকার সময় দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়।ইউপি সদস্য জানান তার এলাকার জামির বাড়ি কালবিলা সীমান্তে অরুণ দেউড়ীর বাড়ির পূর্ব পাশের বাড়িতে গাড়িটি রাখা ছিল,গতরাতে ঘটনাটি ঘটে,ঘটনাটির পরে তিনি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন ।একাধিক এলাকাবাসী জানান এক সময়ের সর্বহারার অভয় অরণ্য হলেও বর্তমানে একটু শান্ত এলাকা হিসেবে পরিচিত ছিল, নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্র জানান,মেম্বার মাদকের বিরুদ্ধে সোচ্চার,আমাদের এলাকায় কেহ মেম্বার এর জন্য মাদক ব্যবসা করতে পারে না,তাই তাই মাদক ব্যবসায়ীরা ঘটনা ঘটাতে পারে, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানই।এই ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
