নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন ভুইয়া অটো রাইস মিলের বিষাক্ত পানিতে খালের পানি দুষন,পরিবেশ দূষণ ও জন দূর্ভোগ লাঘবে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন করেন। ২ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভরসাকাঠী জামে মসজিদ সংলগ্ন স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন,উজিরপুরের মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত এই ঠান্ডা বিবির খালে জয়শ্রী আটো রাইস মিলের বিষাক্ত পানি মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। যা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। উক্ত খালে মিলের বিষাক্ত পানির প্রভাবে সাধারণমানুষ খালের পানি ব্যবহার করতে পারছে না। কষ্ট হচ্ছে দেশীয় সব প্রজাতির মাছ। এই খালকে কেন্দ্র করে উক্ত অঞ্চলে একসময় ব্যবসায়ী কেন্দ্রবিন্দু ছিল। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের চলাচল কম থাকলেও উক্ত এলাকায় শান্তি এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইখালে প্রতিনিয়ত অটো রাইস মিলের বিষাক্ত পানি প্রবাহিত হতে থাকলে উক্ত এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই এখনি সময় হয়েছে রুখে দাঁড়াবার।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবু গৌরঙ্গলাল কর্মকার, মাসুদ হাং, বীর মুক্তিযো দ্ধা আব্দুল হামেদ ফকির,শাহিন হাং,রিয়াদ সরদার, লিটন হালদার,কবির হোসেন,আজাদ হোসেন, ছায়মন ও সর্বস্থরের জনগন।
মানববন্ধনের বিষয়ে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন অটো রাইস মিলের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে সেটা আমাদের জানা নেই তবে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।