উজিরপুর প্রতিনিধি ::: বরিশালের উজিরপুরে বিএনপি নেতাদের হামলায় গুরুত্বর আহত হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রুহুল আমিন। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সাতলায় এ ঘটনা ঘটে।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়- সাতলা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজাপুর আদর্শ মৎস্য খামারের সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার ও সাতলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রুহুল আমিনের উপর এলাকার বিএনপি নেতা মোঃ হান্নান, মোঃ হাসানাত ও তাদের পিতা মোঃ আঃ হাই ফকিরসহ অজ্ঞাত ৫/৬জন মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে সকাল সাড়ে ৬টার দিকে রাজাপুর কবির ঘরামীর দোকানের সামনে অতর্কিত হামলা চালায় এবং নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ও একটি দামীয় মেবাইল ফোন ভেঙ্গে তছনছ করে। এছাড়াও পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। এতে রেজাউল ও রুহুল আমিন হার ভাঙ্গা যখমসহ গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।
হামলায় আহত রেজাউল করিম হাওলাদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
আহত রুহুল আমিন জানান, তফসিল ঘোষণার পর থেকেই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এছাড়া বিএনপি নেতা হান্নান ফকির মাদক সেবন ও নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা হান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার।