নাজমুল হক মুন্না :জননেত্রী শেখ হাসিনা পরিষদ ও বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের সভাপতি,ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে শীতার্থ হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ শনিবার (২৬ শে ডিসেম্বর) সকাল থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।
সকালে উপজেলার ইচলাদী বাসষ্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটি ষ্ট্যান্ড, হাট-বাজারে দাড়িয়ে হত-দরিদ্র শীতার্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেম এম. মোয়াজ্জেম হোসেন।
ক্যাপ্টেম এম. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় আমি এ বছরও হত-দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করছি। এবছর উজিরপুর-বানারীপাড়ায় প্রায় ১০,০০০(দশ হাজার) লোকের মাঝে এই শীতবস্ত্র বিতরন করার উদ্দ্যেগ নিয়েছি। কয়েকদিন যাবৎ উজিরপুর-বানারীপাড়ায় শীতবস্ত্র বিতরন চলছে। তারই ধারাবাহিকতায় আজও উজিরপুর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। দেশের সকল বিত্তবানদের অসহায় ও হত-দরিদ্র ব্যাক্তিদের পার্শে দাড়াতে এবং তাদের সাহায্য সহযোগীতা করার জন্য আহবান জানান তিনি।
