উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে হতো দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচী (১০ টাকা মূল্যের চাল) বিক্রয়ের বামরাইল ইউনিয়নের সানুহার স্টান্ডের ডিলার এম.এ মাতেন এর জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে খাদ্য বান্ধব কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়াজ মাখদুম, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ কমিটির সদস্যবৃন্দ। এ সময় খাদ্য বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।